প্রথম প্রেমের পত্রখানি
দিয়ে যায় হাতছানি
গোলাপি কাগজের রেশটানি
কালো দাগের জবানী...

তমাল দীঘির নীলছায়া
শ্যামসুন্দর যার কায়া
বুক ভরা প্রেম-দয়া
অবিস্মৃত সেই মায়া।

ধরণি চির প্রপঞ্চময়
প্রেমও তাঁর মধুময়
রূপরস প্রেম ত্রয়
ভরিয়েছে সুধায় হৃদয়।

তার চিঠি আসে
প্রতিটি যুগের শেষে
জেগে থাকা দিবানিশে
আনন্দে অয়ন হাসে...