"আপনি খুন করেন নি, কিন্তু খুন করতে উদ্যতমুষ্টি কম্পণ ছিল---"
"কিন্তু মাহামান্য আদালত, আমি কি সত্যিই খুন করতাম? প্রমাণ দিতে পারবেন? "
"খুন করতে উদ্যত আর খুন করা সমান দণ্ডনীয় অপরাধ--"
"তাহলে এতকাল যে অসহনীয় দারিদ্র্যতা কে অবলম্বন করে একই সংসারে থেকে গেলাম দুজনেই---"
"আপনি সুচারু শিক্ষিতা এক রুচিশীল নারী আমরা জেনেছি---"
"মহামান্য, যদি পয়তাল্লিশ উর্ধ্বে নারীকে অন্য পুরুষের সাথে পরকীয়ায় অর্থ আনার
প্রবৃত্তি কোন স্বামী---"
(হইচই বাঁধে আদালতে)  হাতুড়ি ঠুকে জর্জ
"অর্ডার অর্ডার 'বলে উঠলেন---


এক মাস পর--
আসামী আলুলায়িত বেশে কাঠগড়া ধরে বসে পড়লেন, " হ্যাঁ হ্যাঁ আমি লোকটা কে খুন করতে গেছিলাম---"
সি সি ফুটেজ বেরিয়ে এলো, মাতাল লোকটা
লাঠি হাতে মেরেই চলেছে তার বারো বছরের প্রেমিকা তথা পঁচিশ বছর বিবাহ করা বউকে। (একটাই কন্যা, মৃত)  
"" হাতুড়ি ঠুকে মহামান্য জানালেন, "আপনি বেকসুর খালাস। অপরাধী আপনার মাতাল লম্পট স্বামী--"
" ও ফুটেজ ভুল মহামান্য,  আমরা যে ফুল্লকুসুমিত কাননে বিহার করেছি---
দুজনের আত্মার রঙে মিশে একাকার হয়ে গেছি যখন তখন---
দারিদ্র্যতা আমাদের পিশাচ খুনী বানালো।
আচ্ছা,আপনারা সেই খোঁজ টা নেবেন তো,কি করে দারিদ্র্যতার দুষ্কৃতি সুখের সংসার ভেঙে চুরমার করে দিয়ে যায়?
খুঁজে বার করে, এই আসামী কে আগে ফাঁসীর দড়ি তে লটকান----"


(এক মাস আগের একটা নিউজ পেপারে সত্য কাহিনী টি পড়লাম। তবে কবিতা বোধহয় নয়)