(সমালোচনায় না গিয়ে সহমর্মিতার
সাথে কবিতাটি পাঠ করবেন।ব্যাতিক্রম
সব কিছুতেই আছে, থাকবেও...)    


যুগ যুগান্তরের সমালোচিত অন্ধকারময়    
বা আলোকে আজ উদ্ভাসিত আমি নারী।  
পুরুষকে কেউ ভাবেনি, তার ব্যথার
খবর নিতে কেউ কখনো আসেনি ।
কখন মায়ের লাঞ্ছনা, কখনও ভগিনীর
অত্যাচারে শিশুকালে বুক ফেটেছিল তার...
সমাজের অন্যায়ে দ্রোহ জেগেছিল মনে
ঠোঁট নাক ফুলিয়ে এক দৃঢ প্রতিবাদে।
জীবনের প্রথম প্রেম হয়তো হারিয়েছিল
বেকারত্বের কঠিন আঘাতে; প্রিয়া চলে
গেছে অন্য পুরুষের সাথে.........
নীরব হতাশা জমাট বেঁধেছিল পাঁজরের তলে;
কেউ দেখেনি তার অন্তর, কেউ বোঝেনি
তার অব্যাক্ত বেদনার ভাষা......
প্রেয়সীর বাহানা আর নিত্য অভিমান তাকে
দোদুল্যমনতায় ফেলেছে কতবার; প্রিয়জন ত্যাগ!
না অ্যাইন প্রেমের আইকনে গড়া প্রিয়া ত্যাগ!
সে বারবার হ্হয়েছিল অসহায়; কাকে
পরিত্যাগ করে কবে হাসতে পেরেছিল সে!
পারেনি... অনেকটা মেকী হাসি দিয়ে  
কাটিয়েছিল মন ভোলান বিনিদ্র রাত।
পুরুষ হৃদয়হীন নয়, কঠোর হয়েছে আপন
ধী-শক্তিতে নিজেকে দণ্ডায়মান রাখতে।
শীরধার্জতার সাথে সে-ও করে গেছে
বারবার নারীর মতোই আপোষ.........
পুরুষ, তুমি আমার পিতা, ভ্রাতা, পুত্র
পতি, বা বলতে পারো বিশ্ব-প্রেমিক......