আজ যে ধনী কাল সে ধনের অহমে ফকির মাতাল
ধন মদ মত্ততায় হারায় ইনসান, হাসে এন্তেকাল
ইয়াদ থাকেনা, 'জিন্দেগী এক সফর,' বেঠিক মঞ্জিল,
জঞ্জির সম গালতি পদে পদে,মউত পেতে রাখে জাল---  


(ইনসান- মনুষত্ব
এন্তাকাল- শেষযাত্রা বা মৃত্যু  
ইয়াদ- স্মরণ
জিন্দেগী- জীবন
মঞ্জিল- লক্ষ্য
জঞ্জির- শেকল
গালতি- ভুল
মউত- মৃত্যু)