কালের ডাকে যেতে হবে
কে থাকব চিরদিন!  
শুধতে হবে পরম পিতার
জন্ম জন্মের ঋণ।
এইযে আকাশ এইযে মাটি
সব যে তাঁরই গড়া
তাঁর ধাম ছেড়ে গিয়েও
পুনরায় ফেরা।
আমার আমার করি যতই
কিছুই আমার নয়
নিজের ঢোলোক নিজে বাজাই
তাঁরই কিন্তু জয়।
আসা-যাওয়ার খেলা যে তাঁর
মধ্যিখানে আমি
রসিকতায় জীবন মজাই
হাসেন অন্তর্যামী---