তুমি কি আজও অপেক্ষা কোরছ...  
যেখানে আকাশ ছুঁয়েছে সঞ্জনা নদীকে!  
তুমি কি দাঁড়িয়ে থাকো অচেনা লাল
ফুলে সাজান,বাঁধান পীচের রাস্তার পাশে!
সেখান দিয়ে আজও কি দস্যি দামাল-  
ছেলেরা কাদা ধুলো মেখে ঘরে ফেরে!
শীতে কি এখনও শুখনো পাতা ডাল
জ্বেলে ঝাল মুড়ি খাও ব্যাডমিন্টনের
কক-ব্যাট হাতে উচ্ছল সাথীদের নিয়ে!
আজও কি আমার কবিতা পড়তে গিয়ে
জল ভরে তোমার ডাগর চোখে!
প্রেমের গান শুনতে শুনতে রোমাঞ্চে
তলিয়ে যাও কি এখনও তুমি!
মিঠেল রোদে ছাতে বসে আয়নার প্রতিবিম্ব
ফেল কি কোন সদ্য স্নাতর মুখে!
জানি ভুলতে পারনি কিছুই......
আমিও তোমাকে ভুলিনি সব্যসাচী...
জীবনের প্রতি ক্ষণে তুমি ছিলে, জানি
থাকবেও চিরকাল............