বুকের চাপা কান্না অনুভব করেছ কি কোনদিন?
শুনতে পাওনি মরমীর কাতর আহবান?

জানতে চেয়েছিলে কেন একা বসে দেখি প্রকৃতির রূপ আর ফুলের হাসি!

দেখতে পেয়েছিলে অনমনা হয়ে কেন গুনগুন গেয়ে গেছি একা!

আসনি তো কখনও বিবাদ মিটিয়ে হাতে হাত ধরে দিতে!

একবারও দেখিনি তো চোখের নোনা জলকে
মুছিয়ে সান্ত্বনা দিতে!

জানি,তুমি মিথ্যে, অন্তত আমার কাছে--
যদি সত্যি হও, সামনে এসে দাঁড়াও---