(আজ একজন বৃদ্ধর করুণ জীবন-কাহিনী
শুনলাম। আর এক বৃদ্ধ ননদ-নন্দাইয়ের
৫০ বছরের ম্যারেজ-ডে ছিল। সেই
পরিপ্রেক্ষিতে কবিতাটি লেখা।)


আজ যদি ভোরের ফুল হও  
সন্ধ্যাবেলায় তুমিও যাবে ঝরে
লুটিয়ে পড়বে মাটির উপরে।


সৌরভ আমিও ছড়িয়েছিলাম
আজ যদিও অকেজো গন্ধহীন
তাঁর ইচ্ছায় আছি,ভেবনা দীন।


পা দুটো ছিল ঋজু দৃঢ সুঠাম
আজ লড়বরে অসাড় শক্তিহীন
তবুও,আমি নই মূঢ জ্ঞানহীন।


একদিন সুনীলে উড়ত যেন ডানা
পাখির মতো ছিল উচ্ছল মন
আজ করেছেন মহাকাল আক্রমণ।


আমার মতো তুমিও হবে ধূসর
যখন শিথিল হবে বাহু করতে শ্রম
তোমার ঠিকানাও কি হবে বৃদ্ধাশ্রম।!!!