নিত্য আমি চেয়ে থাকি
ওই বুঝি সে এলো
দমকা হাওয়ায় ভাবনা মোছে
মন হয় এলোমেলো।


পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকি
রাজহাঁস রা ভাসে
ডাক পাখি আর পায়রা গুলো
আমায় দেখে হাসে।


বেলা কখন যায় যে বয়ে
জৈষ্ঠ্য দুপুর আসে
ভাল্লাগেনার কাজ গুলোতে
মন কি আর বসে!


হাজার স্মৃতি মনে ভাসে
ফেলে আসা দিন
আর পাবোনা ফিরে সে সব
'কাল' যে বাজায় বীণ।


মহাজাগতিক কর্ম চলে
দিন চলে যায় ক্রমে
সে কি আর আসবে ফিরে
বাঁধতে আমর প্রেমে!