সেদিনও মেঘের আড়ালে সূর্য ছিল
ন্যাড়া ঘাসের উপর ম্লান আলো যেন
এক দ্যূতি ছড়াচ্ছিল---
দুজনেই নির্বাক বসে এক ঝাকড়া লিচু গাছের নিচে,
হঠাৎ সে হাতটা চেপে ধরে বলে উঠল,
"চলো না গাছের ডালে উঠি---"
ভীত জড়োসড়ো হাতটা শক্ত করে ধরে সে ঠিক আমাকে প্রথম ডালে তুলেছিল,
দু-পা দিয়ে আমাকে চেপে ধরে
মাউথঅরগানে গান ধরেছিল,
"তার ডালিম ফুলের ডালি,গোলাপ গালের লালি/ ঈদের চাঁদ চায়--"
সেদিন নজরুল জয়ন্তী ছিল।


সে গান এখনো বাজে বুকের গহীনে--
নজরুল জয়ন্তীও আছে, আমার গানও আছে, শুধু সেই আনন্দ আর নেই,
কান্না আছে এক সমুদ্র,
হাসির ছটা হারিয়ে গেছে
নিঠুর নিকষ কর্মের তলে---
জীবনে সব পেয়ে গেছি,
পাইনি প্রাণ খোলা হাসি---
হাসতে হয়,তা যেন নাটকের মতো--
আনন্দ আসে,পরক্ষ্ণেই নিরানন্দের
নিঠুর বার্তা বয়ে আনে ক্ষুব্ধ বাতাস---
ম্রিয়মাণ হয়ে যাই কালের খেলায়।


(আমার প্রাণের সখা প্রিয়তম কাজীনজরুল ইসলামের জন্মদিনে আসরের সকল কবিদের বিদ্রোহী শুভেচ্ছা জানাই)