সেদিনের সেই যে লুকোচুরি খেলা...
মনে পড়ে যদি,কোরনা আর অবহেলা।


সেদিনের বৃষ্টি ভরা মিষ্টি মধু-রাত
উতলা চিত্তে দিয়েছিলে তো তুমি সাথ?  


সেদিনের বরষা-স্নাত মেঘ-মল্লার রাগ
তুমি গেয়ে দিয়েছিলে নব নব অনুরাগ।


সেদিন তুমি আমায় পরিয়েছিলেনা নূপুর?
আজও বাজে পায়ে পায়ে ঝুমুর ঝুমুর।


সেদিন নেচেছিলাম তোমার গানে গানে
রিমঝিম বৃষ্টি ভেজা কদম-মালতীর বনে।


নেচে নেচে গেয়েছিলাম ‘ময়ূর তুই নাচরে...’  
প্রথম পুরুষ-পরশ বুকে পড়েছিল আছড়ে।


আজ হৃদয়ের ঢেউ গুলি নিরুপায় ক্ষুরধারা
মন নদী উত্তাল, তুমি দেবেনা আর সাড়া?  


অশ্রু-বাদল ভরা আঁখি, মুখে তবু হাসি
বৃষ্টির সুরে সুরে মর্মে বাজে অনন্তের বাঁশি।


    
    


          (চোখে দেখা নাইবা হল, ক্ষতি কি আছে তায়!
         আসুন--সবাই ভিজি, ভিজে ভিজে কবিতায়।)*****