এক্ষুনি চলে গেলে
তুমি কতটা কাঁদবে!  
আমার নাম ধরে
কতবার ডাকবে!  

ঝুলানো ফটোটায়
পড়াবে কি মালা?  
তব বুকে ধরবে কি
বিরহের জ্বালা?  

নিতি নিতি কত ছিল
আদর সোহাগ
ভাঙা গলে গাইবে কি
দরবারী রাগ?

আসা আর যাওয়া নিয়ে
পৃথিবীর খেলা
তবু আশা,ঘর বাঁধা
প্রেম বাঁধনের মেলা।

ফুল সেদিনও ফুটবে
ভুল কিছু নয়
স্মরণের মালিকা টি
পাবো নিশ্চয়?