(অতীব আবেগে লেখা আসরের বন্ধুদের উদ্দেশ্যে)  


দেহটাতো রইবে পড়ে
প্রাণ পাখি যাবে নভে উড়ে
বন্ধু, আর কি আসব কখনো ফিরে!  
প্রণয়-মধু মাখা এই কবিতার আসরে...!!  
সবাই যেন আপন; মনে হয়নি একবারও কেউ পর
ভালোবেসেছি সকলকে, শুধু চোখে দেখা হয়নি বন্ধুবর!
তাই,হৃদয়-খাতায় আঁকলাম ছবি সকল বন্ধুর পরিমল-কলেবর    
যাবার কালে নেবো সাথে ছবিখানি, পূর্ণ হবে আপন অনন্তের ঘর।
ভুবনে রবোনা যখন,আমায় কি আর বন্ধু, রাখবে তোমারা স্মরণে?
ব্যথা-গ্লানিময় দীর্ঘশ্বাস লুকাবে কি সাথীগন, পাঁজরের নীচে ক্ষণে ক্ষণে?