সেই যে কিশোরী কাল
যার ধরা গেলনা আর হাল
সে কেঁদে কেঁদে চলে গেছে


অনেক কিছু করার ছিল
প্রাণ প্রাণের মাঝে জায়গা নিল
খুঁজে বারবারই তা হয়ে গেল মিছে।


সেই ফাল্গুনী পূর্ণিমার রাত
জড়াজড়ি দুটো নিটোল হাত
কৃষ্ণবর্ণ টি বলেছিল 'ভালোবাসি'


কত ফাগুন পূর্ণিমা কেটে গেল
সে জীবনে ফিরে আর না এল
তবু তাঁর গোলেই বারংবার ফিরে আসি।


চন্দ্রা-দি দের চির চেনা ওই গলি
বিশাল চাঁদের সাথে হরিনাম বুলি
আর ফিরে আসবে না কোনদিন


আবীর রঙ মাখা মধু ভরা মুখ
তিনটি আঙুলের স্পর্শে উন্মুখ
শুধরাবে না যে তাঁর প্রেমের ঋণ।