চাই তোমার কাছে
একটু-খানি হাসি...  
আর যা নিত্য দেখি
সবই লাগে বাসি...


যেখানে লাল আকাশ
ভেঙে পড়ে রোজ জলে
তোমায় হাতড়ে খুঁজি
যেন জল-বুকের অতলে।


ভোলা যায়না স্মৃতিকে
সে যে বড় মধুময়
শেষের দিনেও সেটুকু
বুকে রয় চির অক্ষয়।


বাঁধা যায়না সময়কে
ও থামেনা কারো জন্য
এগোন পিছান সবটাই
তার কাছে অতীব নগণ্য।


জানা যায়না ভবিষ্যৎ-কে
কেনা যায়না জানি মন
ফিরে পাবনা অতীতকে
আসবেনা সেই গোধূলিক্ষণ।