যেইখানে তে রূপসা নদী
কলাবতীর চর
সেইখানে তে বাঁধব আমি
ভালোবাসার ঘর।

যেইখানে তে দরজা খুলেই
ফুল পাখির গান
সেইখানে তে জুড়াব গো
তপ্ত দেহ প্রাণ।

যেইখানে তে সদাই বাহার
শরত বর্ষা আসে
সেইখানে তে রাখব দেহ
আমার জীবন শেষে।

যেইখানে তে আজান বাউল
একতারাতে গায়  
সেখানেতেই যাব আমি  
আর কে আমায় পায়!

বন্ধু তুমি যাও যদি গো
জৈষ্ঠ্য শেষে এসো
ভুল বোঝাবুঝি রেখে নাহয়
এক হৃদেতে মেশো।