বাঁদিকে সরু বাঁকা পথ
একটা বড় খালের দিকে  
দুপাশে কৃষ্ণচূড়া রাধাচূড়া
রাস্তার রঙ ছিল ফিকে।
আমি খালের ধারে যেতে
ভীষণ উৎসুক ছিলাম
একদিন তার উতসাহে
মাটির পাহাড়ে গেলাম।
সে বিশাল উঁচু নিচ থেকে
সব খাপসা দেখায় যেন
একবার বললাম তাকে
আমরা পাহাড়ে এলাম কেন?
তমাল নারকেল গাছের সারি
নিচে বহমান আবীর খাল
ভয়ে বুক দুরুদুরু আজ কি
জানি কি লিখেছে পোড়া ভাল!
সে বলল,"সুগন্ধি শিউলি মাটি
চলো শিউলির তলাতেই বসি
আজকে বোলব সেই কথাটা
তোমায় ভীষণ ভালোবাসি"