শিউলি রা সব ঝরে গেছে
শরৎ গেছে চলে
নীল রৌদ্র পাখি চলল উড়ে
"আসবো আবার" বলে।


অনন্ত আজ খুশির মেলা
সাজায় গগন ভরে
মেঘের দল, দলছাড়া হয়ে
বিদায় বাঁশি বাজায় সুরে।


তার সাথে হাত, হাত টি রেখে
শুনি তোতাপাখির সুর
"গলা জড়াও দুই জনেতে
বিরহ রাখো দূর"।


বিরহ নেই বিচ্ছেদও নেই
একই সুরে থাকি
এমন ভাবেই থাকবো দুজন
শমণ দিয়ে ফাঁকি।