দূরের মধ্যে দূরত্ব কে মুছে দেবো বলে তোমাকে স্মরণের স্বরলিপিতে বেঁধে রাখতে চাই; কখনো তা হয় দরবারী বা জৈনপুরী।
পিয়ানো তে বাজিয়ে যাই, "একটুকু ছোঁয়া লাগে/ একটুকু কথা শুনি----"
লোকে তো কত কি বলে ; কানে তুলি না--
জেনো, কয়লার নিচে শুধু কালোই থাকেনা,
ভাগ্য সদয় হলে উদ্দীপিত হীরের আলোও মেলে কখনো সখনো---
ভাগ্য তো আবার খেয়ালী লাস্যময়ী, কাকে তোলে, কাকে পদপিষ্ট করে বোঝা ভার;
লেক পার্কের শহুরে অভিসার আর হল কোথায়!
তুমি দূরে দূরেই রয়ে গেলে--


মেঘেদের ডাকঘরে অনেক চিঠি জমা হয়ে আছে,তুমি এসো হাঁটু জলে,চিঠি গুলোকে নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিয়ে।
ইন্দ্রদেব শচীদেবীর কথায় রাজি নাহলে বজ্র বিদ্যুৎ হানবে না মরুর আকাশে,
স্মরণের স্বরলিপি আর উত্তপ্ত সময় কে সরিয়ে দুজনে মজবো নির্ঝর বৃষ্টির শীতলতায়--
অপেক্ষায় রইলাম----