টাপুর টুপুর শব্দ শুনি
বৃষ্টি বাজায় মাদল
পথ ঘাট জলে থই থই
এর নামই কি বাদল?


বৈদ্যুতিন হালকা আলো
নি:শব্দ ঘরে জ্বলে
নিঁদহীন এই চোখ দুটো
স্মৃতির কথা বলে।


কাগজ দিয়ে নৌকা বানায়
সেই ছেলেকে চেনো?
খেলার সাথে মাস্টামশাই
কত সম্পর্ক যেন!


খেলার সময় খেলত বেশ
ঠিক আমার মতো
গান আর, পড়ার সময়
বকুনি শত শত।


অঝোর ধারার হাত ধরে সে
নিয়ে যেত সুদুর
কেউ জানেনা,কেউ শোনেনা
বাজত বাঁশি মধুর।


বৃষ্টি আজও হয় অঝোরে
সে থামবে একদিন
স্মৃতি-মধু সেই ছেলেটি
বাজিয়ে যাবে বীণ।