দেখো সমতা মৌমাছির
প্রজাতি সুন্দর
মানুষ চিত্তে সুন্দর হলে
পায়না কদর।


কোকিলের ঘর নাই
ওরা আসক্তি হীন
উড়ে উড়ে ঘুরে মরে
নাই বিত্তের ঋণ।


শান্তি তে পাখিরা থাকে
কলহে মানুষ
দশেন্দ্রিয় সজাগ রেখেও
নাই মানের হুঁশ।


দেখে নাও পীপিলিকা
শৃংখলা বদ্ধ
মানুষ অনিয়মে চলে
অহমে আবদ্ধ।


পশুপাখি হয়েও ওরা
পোষ মানে সহজে
মানুষ মানবতা হীন
বুঝেও না বোঝে।


( ইন্দ্রিয় বলতে গেলে পাঁচটি। কিন্তু আর পাঁচটি কেও পন্ডিতরা যোগ করে থাকেন।
চোখ,কান,নাক,ত্বক,জিবভা আসল।আর পাঁচটি হল, হাত পা মাথা বুদ্ধি  মন)