গ্রীষ্মের দাবদাহ, বর্ষার
গুন গুন গানের পরে...  
শীত এলো সকলের ঘরে
নবান্ন উঁকি দেয় দ্বারে...      
সাজাও ডালা নিরন্নের তরে।


সাজি ভরো গাঁদা ডালিয়া
সূর্যমুখী আর চন্দ্রমল্লিকার
আহবান সঙ্গীত গাও, গলা-  
ছেড়ে কৃষ্ণচূড়া রাধাচূড়ার।


আমনের ধানের সুবাসিত
ঘ্রাণ নাও উৎফুল্ল মনে
ধান, অন্ন দাও অসহায়
দীন দরিদ্রের গৃহ-কোণে।  


সূর্য-উজ্জ্বল রোদে নেমে
গায়ে মেখে নাও উষ্ণতা
দূখীর জীর্ণ কুটীরে দিয়ে-
এসো একক প্রেমের সমতা।