গগন ঘনো মেঘে ঢাকা
মাঝে মাঝে গুরুগম্ভীর ধ্বনি,
তারই সাথে শুনি তোমার পদধ্বনি---  


ঝম ঝম বরিষণ আর
উথাল-পাতাল বাতাস ক্রোধিত
তুমিই জীবন মরণ,আমার আরাধিত--


বকুলরা ঝরে পড়েছে নিচে
গাঁথবো মাত্র একখানি নিপমালা
তোমায় বরণ করতে নেবো বরণডালা---


বরিষণে তৃষিতা নারীর হিয়া এলোমেলো
ব্যাকুল মনটা উদাস, প্রাণ শীতল হল
এলো ঘরে,আমার আরাধ্য প্রিয়তম এলো--