বাপু আমরা কুহানে যাইতেছি?
উতসবে যাইতেছি---
উখানে কি হইব বাপু?
উখানে পুতাকা ওড়বে,বাজনা বাজবে-
ওই ওই গান হইতেছে বাপু---
হ, উডা জাতীয় সোনগীত " জন গন মুনোওধি নায়ক জয়হে---"
হ বুঝঝি, আমাগে পাঠশালার হইতো-
পাঠশালা উইঠ্যা গেল ক্যান বাপু?
ন্যাতারা উঠাইতে কইছে তাই---


বাপু, উখানে কেডা আইবে?
উখানে ন্যাতা আইবে,পুতাকা উতলন করবে,
আমাগে কি দিবে বাপু?
নজেন, বিছকুট, ক্যাক, কেউ খেচড়ি দেয়, জামা দেয়,কুম্বল দেয়----
রোজ খেচড়ি দেয়?
না রোজ দিবেনা----


ছেলে ছুটে পালাল বাবার হাত ছেড়ে,
কুহানে যাস গোপলা???
বাপু গামলি আনতি যাই,খেচড়ি বেশি কইরা নিমু, দুই দিন খামু----


(যাইহোক, তবু আমার দেশ ভারত মহান)