সীমাবদ্ধ মানুষ জীবন
অতৃপ্ত অব্যক্ত আত্মকথন
অজানা রইল আপনজন।

অসীম কে খুঁজে মরা
হব সীমানার ভিটেছাড়া
একঘেয়ে এই গৃহ-কারা।

কোথায় পাব তাঁরে?
মনের মানুষ যে-রে!
মন,খুঁজে দে না রে!

ভবে ঘোরা আর কতকাল!
তাঁরে পায়না পোড়া কপাল
পৃথ্বীর সবই শুধু মায়াজাল।