ছাউনি খানা আছে পড়ে
ঘরটি গেল কই?
সেইখানে তে বন্ধু ছিল
আনন্দ থই থই।


আসত গ্রীষ্ম, ফাগুন বাহার
বর্ষা মল্লার গান
তার গলার মিঠেল সুরে
জুড়িয়ে যেত প্রাণ।


নাচ দেখাত ফিঙে এসে
গাইত গান ময়না
কত ভাবি ভাবব না আর
মন শোনেনা বায়না।


কলকলিয়ে বয়ে চলে
বিদ্যাধরী নদী
ওর বানেতেই হারিয়েছে সব
আজ স্মৃতিই নিরবধি।