যেদিন বরের ঘরে এলাম
বর বলল, "সবাই কে মানিয়ে নেবে
আমার ঘর ভরা স্বজন আত্মীয়তেই---"


যে যা বলে তাই-ই করে যাই সারাদিন,
তবু ওরা গোমড়া মুখো
ওদের মুখে হাসি নেই।


বর বলল, "আমার বোন, ভাগ্না ভাগ্নী
ওদের ভালো বেসো আমার মতো"


যা চেয়েছে, তাই দিয়েছি, যতটা পেরেছি,
তবু ভালো হতে পারিনি ত্যাগ স্বীকার করেও শত।


আপোষ, কম্প্রোমাইজ, সদা সর্ব ক্ষণ
মিথ্যা অন্যায়ের প্রতিঘাত, হয়না
একটি বারও যা চায় যাচিত মন।


বর বলেছিল, " কাকভোরে ঘুম থেকে উঠে
মা দিদির সাথে রান্না কোরো"


কত কাল ধরে না ঘুমিয়ে, শরীর কে কষ্ট দিয়ে
মন যুগিয়ে গেলাম
হতে পারলাম না, মনের মতো কারো।


আসলে শ্বশুর বাড়ি , বৌ কে আপন ভাবে না কখনো, এটাই মিথ, শুনতে অপ্রিয় বড়ো।


(আমাদের আগের জীবন ও বর্তমান বিবাহিত মেয়েদের জীবন একই রকম রয়ে গেল, বড়ো কষ্ট হয় দেখেশুনে)