আমার খোঁপার লাল গোলাপ-টি
তোমার পকেটে পেলাম......
বিনিময়ে কি দেবে গো!
চোখ বুজে হাতটি পাতলাম।


বেণির পাথুরে কাঁটাগুলি যে তোমার
সকল অঙ্গে ঝোলে!  
উত্তর না দিয়ে যাচ্ছ!...
তবে যেও আমাকে ভুলে।


ওকি! কবিতাগুলো যে পকেটে নিলে!
দেখাবে তোমার বন্ধুকে?
আমি কিছু দেখাতে পারিনি
যদি কিছু বলে নিন্দুকে!  


লাল গাউন-টা নিজে দিলাম তোমাকে
হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখো  
আমি যেখানে যেমনই থাকি
তুমি স্মৃতিতে ভালো থেকো।  


স্মরণে ভুল হবে বলেই কি আমাকে
রাখছ পাশে পাশে!
আমিও যে মরি শুধু
বিচ্ছেদের মরমী ত্রাসে।


আমার যা কিছু আছে,সব তোমাকে
দিয়ে যেতে চাই...
‘’সে’’রোজ হাতছানি দেয়
তুমি বলবে কি বাইবাই?  


(হায় বন্ধু! উত্তর দিও কিন্তু*****)