পেয়ে হারানোর থেকে
না পাওয়া অনেক ভালো

ইঙ্গিত প্রেম, দূরের প্রেম
বুকে ঢালে আলো।

ভালোবেসে শুধু চোখের জল
এর নাম প্রেম

কামনার আগুন নেই যেথায়
সে তো নিকোষিত হেম।

তোমায় যদি যদি জিজ্ঞাসা করি
আমায় কি ভালোবাস?

তবে এসো, হাত দুটি  ধরো
প্রাণ খুলে শুধু হাসো।