একদিন আমি চলে যাবো
তাতে ক্ষতি কার কতটুক!
দুঃখ নেই, তবু ফুল ফুটুক।


শুধুই তো চোখের জল
অরণ্যরোদন, বাক্য মূক
তাই থাক,তবু ফুল ফুটুক।


ভালোবাসা! বোঝে কে!
তাতে কোনজন পায় সুখ!
নাইবা পেলাম,তবু ফুল ফুটুক।


মনের কথা কে শোনে কার!
কে দেখায় হাসি ভরা মুখ!
না দেখি, তবু ফুল ফুটুক।


ভালোবাসা মাপার যন্ত্র নেই
মাপ-মাত্রায় জগৎ উৎসুক
এমনই চলবে,তবু ফুল ফুটুক।


পৃথিবী আজ অর্থ চেনে শুধু
প্রতিযোগিতায় সবাই উন্মুখ
‘দীনকে’দেয়না,তবু ফুল ফুটুক।  


এসেছি যখন চলে যেতে হবে
একটু সরল প্রেমে ভরুক বুক
প্রেমহীন থাকি,তবু ফুল ফুটক।