বন্ধু, পার হয়ে চলেছি অনেক বন্ধুর পথ
চলতে চলতে শুনি তাঁর বানী অমৃত ভরা
‘‘হৃদয়-চিরাগ জ্বালিয়ে চলো আরও পথ...
মনে রেখো, ‘’তবুও প্রাণ নিত্যধারা...’’


পূর্ব দিগন্তে যেমন ওঠে জ্ঞানের আদিত্য
রাতের কালো মুছে,দেয় সকাল সোনাঝরা
‘রবি’ও রবির কিরণে স্নাত হয়ে শোনায়...
বুক বাঁধার গান-‘তবুও প্রাণ নিত্যধারা’।


ঘাত-প্রতিঘাতের যন্ত্র-জীবন যেন অনাব্য নদী
রুক্ষ জীবন-যুদ্ধে মাঝে পড়ে গেছে চড়া  
‘রবি’র কাব্য গানে জাগে পরমাত্মার আলো
অভয়মন্ত্রে জাগে মন’’তবুও প্রাণ নিত্যধারা’।


কবিতা আজও হুজুগে থামেনি, দেশ-কাল-আইন
পারেনি থামাতে রবি-নামের সেই স্রোত ধারা
প্রজন্মদের হুজুগে হয়তো মেতেছে গ্লোবাল ধরা
মর্মে বেজে চলেছে সেই সুর’’তবুও প্রাণ নিত্যধারা’’।