কত স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়
কল্পনার খেরো খাতায় আঁকাবুকি দাগ কাটে আর
কবিতা হয়ে কিলবিল করে সাদা পাতায়।
কত ইচ্ছা অপ্রকাশিত থাকে, না বলা
গভীর বদ্ধ খাঁচার পিঞ্জরে।
দিন কেটে যায় অবহেলে খুনসুটি সংসারের
ভাল্লাগেনার দেওয়ালের মাঝে;
একঘেয়েমির না দেখা অশরীরী গুলো ক্রমাগত
খোঁচা মেরে যায় ;
অতিষ্ঠ করে উচাটন মন।


কর্তব্যের কারা প্রাচীরে থেকে, আপোষের বেড়া ভেঙে কে কবে উন্মুক্ত বসন্ত গগন পেয়েছিল
জানা নেই;
তবে ভালোলাগাটা নিজেকেই লাগাতে হয়
সঙ-দের সংসারে টিকে থাকা পর্যন্ত।
গোবি মরুভূমির ওয়েসিস না পেলেও হবে;
মনের মতো একজন মানুষ কে পেলে;
লোকে বলে, কবিও বলে,
আমি কিন্তু তাঁকে পেয়েছি
সমুখে মহান মানুষ রূপে
আর বক্ষ গহীনের খাঁচার অভ্যন্তরে---