যে কথা বলেছিল চাঁদ
লেবু ফুলের টানে
সে কথা শোনাব তোমায়
আমার গানে গানে।
আমার গাওয়া প্রথম গান
শুনব তোমার গলায়
যত বিরহ জমান আছে
গাঁথব ফুলের মালায়।
রাত জাগা পাখিরা যখন
ঘুমিয়ে পড়বে ডালে
তোমার শত চুম্বন রাশি
লাগবে আমার গালে।
নয়নের বিরহিত জল
হৃদ-সাগরে মিশবে এসে
চির মিলন হবে তখন
চাঁদ তারাদের দেশে।