জল খুবই অল্প
তাতে তোমার চরণ যুগল
কাগজের নৌকার মতো ভাসছে
আমার সাথে অলক্ষ্যে আরও-
একজন খুশিতে হাসছে।
মন-দখিণ পবনে তোমার
কুঞ্চিত কেশ পাখির মতো
নীলে উড়ে যাচ্ছে...
আকাশে মেঘ নেই কোথাও  
তবু চাতকরা জল চাচ্ছে।
সবুজ আমড়া গাছে ফল-ফুল নেই
তবু আনন্দে ও মাথা নাড়ছে
ধুধু ধূসর মাটি.. পানি নেই;  
ডোবার গলা-জলে অনেকে একটু
শীতল হয়ে নিচ্ছে...
ডাকাবুকো ধনী বাবুরা কখন খাবার
বিলিয়ে চলে গেছে...
ঠা-ঠা রোদ্দুরে থালা নিয়ে কিছু লোক
খাবারের আশায় বসে আছে......