(প্রথম স্তবকে ‘তুই’ কাব্যের খাতিরে)  


বিরামহীন সাগরের ঢেউ দেখেছিস তোরা?
উড়তে দেখেছিস বন্ধু, প্রেমে পাগল ভোমরা?
দেখছিস তো প্রেমহীন দয়াহীন কেমন আমরা?
ভব-সমুদ্রে কূল নেইরে,যত পারিস সাঁতরা.........    

ভালোবাসার পাত্র দেখেছ?
প্রেমের হাসির শব্দ শুনেছ?
ভালোবাসার শিউলি কখনো কুড়িয়েছ?
শরতের মেঘের রঙ কি কখনো দেখেছ?


আগমনী-মায়ের হাসি কি আঁচলে বেঁধেছ?
তাঁর চোখের জল কেমন ঝরে খেয়াল করেছ?
মাকে বস্ত্র দিয়ে মা-র মুখের হাসি কি কভু পেয়েছ?
বৃথা মানবজন্ম;বহুবার ঘুরে জগতেই বারবার এসেছ......