আকাশ গঙ্গা নীহারিকা পুঞ্জ ধরে হেঁটে চলেছি
নি:শব্দ নিশ্চুপ নয়; কোলাহলও নয়,
এক ভারাক্রান্ত ওইশী গলায় শুনতে লাগলাম
অমর কাব্য, "তোমারেই যেন ভালো বাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার---"
একবার রুদ্ধ কন্ঠ বলতে চাইল, কে তুমি
আকাশগঙ্গায় রবি কবির কবিতা বোলছ?


'হা হা 'হাসির ধ্বনি তে মুখরিত হল আকাশ গঙ্গার উর্দ্ধলোক---
উত্তর এল, "রবীন্দ্রনাথ, তো সকলের রবি
সে কি শুধু পৃথ্বী জনের মাত্র?
তিনি সারা বিশ্ব ব্রহ্মান্ডের---"
ব্রহ্মান্ডেও কবির কবিতা চলছে!!!


স্বপ্ন ভেঙে গেল; আমি বিছানায় শুয়ে,
হ্যাঁ আজ বাইশে শ্রাবণ,
কবির মৃত্যু আর এক হতভাগ্য কবির জন্ম,
কানে ভেসে আসছে সেই মর্মভেদী অক্ষয় গনের সুর মাধুরি ,"তবুও প্রাণ নিত্যধারা
হাসে সূর্য চন্দ্র তারা---"


( বাংলা হিসেব মতো আজ ২২শে শ্রাবণ এক অনামী খেরোখাতায় লেখা কবির জন্ম দিন।)