তুমি কি আমার মনের কথা শুনতে পাও!
আমার অস্ফুট মুখের ভাষ্য রেখে দিলাম
তোমার জন্য।


তুমি কি কখনো আমার কষ্ট অনুভব করো?
বুকের অতলের ব্যথাটা জমিয়ে রাখলাম ঠিক
তোমার জন্য।


তুমি কি হৃদয়হীন! না কি প্রকাশে কৃপণ!
একটা বিশাল ‘বুক’অনুরাগে ভরিয়ে রাখলাম
তোমার জন্য।


তুমি কি আমার বারো মাসের বিরহ বোঝ!
আমার হাহুতাশের দিন আর রাত্রি জমালাম
তোমার জন্য।


আমার কান্না কি তুমি একবারও শোন?
একটা অশ্রু-সমুদ্র তৈরি করে রেখেছি....
তোমার জন্য।


তুমি কি আমার প্রেমের অধিকারী হতে চাও?
এক নভের স্বচ্ছ অকৃপণ প্রেম রেখে দিলাম
তোমার জন্য।