তরণী ভরেনি তাই
চাষীর মন আনমনা
ফসলে ভরেনি নৌকা
হেমন্ত ক্ষণ হাত গোণা।
মাথার ঘাম পায়ে ফেলে
ঋতুর শস্য আসে
তরী ভর্তি হয় দেখে
মা ধরণী হাসে।
চাষীর খোকা বায়না করে
"মা নবান্ন রাঁধো,
কেনে অকারনে বসে
বাপের সাথে কাঁদো? "
চাষী,চাষীর বৌ-এর আঁখি
করে অশ্রুতে ছলছল
নবান্ন রাঁধে চাষীর বৌ
দিন একদিন হবে উজ্জ্বল।



(কদিন আগের পেপারে চোখ পড়ল, এবার
হেমন্ত ঋতুর ফসল ভালো হয়নি বলে চাষীদের
মন খারাপ)