হারাবার যার কিছু নেই
সে সুখী সব কিছুতেই...  
মজেছে সে সদা সন্তুষ্টিতেই
চাওয়াপাওয়া ভালোবাসাতেই।


ভালোবাসা সকলে কি চায়?
হৃদয়টা ভরা যাদের বন্যতায়
শীর মজান ‘আদি সভ্যতায়’
তাদের কি প্রেম বোঝান যায়?  

প্রেম, ফুল, শিশু,প্রকৃতি, গান
এই পাঁচটি-ই বাঁচায় ভাঙা প্রাণ
যে বোঝে সে জ্ঞানী আয়ুষ্মান...
‘অজ্ঞানী’র কাছে সবই মৃয়মান....            
    


( মৃয়মান> পিঙ্গল বা অসাড় // ম্রিয়মাণ > বিষাদ যুক্ত)