তুমি বলেছিলে একদিন আমাকে নিয়ে
লিখবে আর একটি আরব্য রজনী।
অনেক আঁধার পার হল জীবনে,
আপেক্ষার বাঁধ ভেঙে অভিমানের জলে
ভাসিয়ে দেব তোমার অঙ্গন এখনই।  
আমাকে বলেছিলে ‘তুমি ওথেলোর
ডেসডিমোনা সাজবে, আমি ইয়াগো
হয়ে চুম্বন করব তোমার গোলাপি
তুলতুলে তৃষিত অধর’...  
ইমাজিনেই কেটে গেল কতগুলি
দামী সুন্দরতম বছর----- ।
আমি মুমুক্ষু নই, মৃত্যু এখনও
কড়া নাড়েনি চির বসন্তের দোরে
তুমি না এলেও ক্ষতি নেই, খুঁজে
নেব নতুন সাথীকে আপন করে
আর কাটাবনা দিন বিরহকে ধরে।
তুমি বলেছিলে তাই আবার স্মরণ
করিয়ে দিলাম এই শেষ-বারের মতো
তুমি ফেরো আর না ফেরো, জেনো-  
ফুল ফুটবেনা আর ভগ্ন বুকে শত শত।