চরম দুখের দিনে
আমায় ভুলে যেও
অন্য সাথী সঙ্গে নিয়ে
আনন্দ গীত গেও।


আকাশ অমাবস্যা হলে
তুমি পূর্ণিমা দেখো
তোমার প্রিয়া সাথে নিয়ে
ফুলের রেণু মেখো।


চাঁদ যখন বলবে তোমায়,
"কোথায় সেই প্রিয়া?"
বোল,"বিরহ আমার নেই কিছু
উৎফুল্ল এ হিয়া"।


সাগরে যেমন ঢেউ আসেযায়
লবন জল ঢেলে
তুমি সুখে থেকো প্রিয়
আমার স্মৃতি ভুলে।


সব ভুলে একদিন তো
যাবো নিজ দেশে
ভালোবাসাই থাকবে শুধু
সব কিছুর অবশেষে।