তুমি যদি আকাশ হতে
আমি হতাম তারা
তোমার বুকে পরম সুখে
দিতাম আলোর ধারা।


তুমি যদি আকাশ হতে
আমি হতাম চাঁদ
সকাল সন্ধ্যে ভাঙতে তুমি
আমার পরমাদ।


তুমি যদি আকাশ হতে
আমি সুখতারা
কিশোরী মনে অভিমানে
তোমায় ডেকে হতাম সারা।


তুমি যদি আকাশ হতে
আমি হতাম হৃদয়
ব্রহ্মাণ্ড ঘুরে পায়ে ঘুঙুর পরে
নাচতাম নিশ্চয়!  


তুমি যদি আকাশ হতে  
হতাম কদম ফুল
গানের সুরে পুষ্প-ভোরে
করতাম আকুল।