মনের ইচ্চে ডানা মেলে শূণ্যে উড়ে যাই মাঝে মাঝে ; দূর থেকে তোমাকে লেটেস্ট দেখব বলে---
দেখেছিলাম তোমাকে এক মোহন রূপে,
তোমর উদ্দীপিত চোখ আর রক্তিম মুখ- মন্ডল আমাকে ইন্সপিরেশন জাগাচ্ছিল।
সবুজ ঘাসের উপর তোমার পা দুটো ঠিক  
পদ্মের সদ্য পাপড়ির মতো লাগছিল;
তুমি আনমাইন্ডফুল হয়ে বসন্ত দেখছিলে,
মুখে গাইছিলে," একটুকু ছোঁয়া লাগে--"

বাসন্তীকার ইশারায় আমি নিচে নেমে এসেছিলাম,বললাম, ফিরে তাকাও--
বাসন্তী শাড়িতে, ঝুমকো কানে, দেখ আমাকে ঠিক বসন্ত-পরীর মতো লাগছে কি?
তুমি সম্বিত ফিরে হাত বাড়ালে, বুকে টেনে নিলে আমার ইচ্ছাতুর হৃদয়কে,
আমিও গলা মেলালাম তোমার সাথে,"তাই দিয়ে মনে মনে, রচি মম ফাল্গুনী----"