আমি ওই সবুজের পাশে নীল দীঘির
যদি হই নীল-পদ্ম  
তুমি কবি হয়ে লিখবেকি আমাকে নিয়ে  
এক হাজার পদ্য?
যদি হই ধরো মহা নীল গগনের এক-
উড়ন্ত উদাস পাখি
তোমার অনেক কাজের মাঝে, আমায়-
একবার দেখবে কি?
যদি হই তোমার সাজান বাগানের
লাল মিষ্টি গোলাপটি!
আদরে ধরবে কি আমার আকাঙ্ক্ষিত
গোলাপি চিবুকটি?
আর যদি হই তোমার বুকের অলিন্দ-
বা ধরো নিলয়...
কারনে আকারনে ধক ধক বুকটি
চেপে ধরবে নিশ্চয়?