কোলকাতায় অল্প বৃষ্টি তেই সাগর হয়,
একদিন সেই বৃষ্টি ভেজা পথে হঠাৎ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম ;এক সুঠাম দেহী শ্যামবর্ণ পুরুষ আমার হাতটা ধরে ফেলল,
"এক্ষুনি ম্যানহোলে পড়ে যেতে--"
আমি কৃতজ্ঞতার হাসি হেসে হাত জোর করলাম-- ধন্যবাদ বন্ধু,
"আমাকে চিনতে পারছনা?"
না---- না তো--
"আরে রোজ ভজন গাইছো, ফুল ফল দিচ্ছ,ঝরঝর করে কাঁদছ চারবেলা--- "
মানে!!! কি বলছেন আপনি?
মুখে তাঁর ভুবন ভোলান হাসি, " আরে চোটে যাচ্ছ কেন বান্ধবী? "
আমি কিন্তু একশো নাম্বারে----
"হা হা হা----" হেসেই আবার হাত ধরল সেই ছেলেটি-- " এতো রাগলে প্রেমের কথা হয় না কি! ভালো করে দেখো আমি কে!!!"
আমি না তাকিয়েই বললাম আমার জীবনে অনেক প্রেম, হয়ত আপনি---
" ঠিক, আমি তাদের একজন,তবে তোমার মতো প্রেমিকা আমারও অনেক আছে--
হাত ছাড়ুন, সেই গার্লফ্রেন্ডদের কাছে যান,
"যাই রোজ, সময় করে। আজ তোমার কাছে এলাম, বাঁশি নেবে মাধুরি, মোনালিসা?"
আমি পাজেল্ড, আ---- প---নি!!প্রভু! কই সেই নীলাম্বর!  কই সেই মুকুট!  কই সেই মোহন বাঁশি---!
"আছে, এই ডিজিটাল যুগে ওসব চলে না কি! লোকে কৃষ্ণ ভেকধারী বহুরূপী বলবে"
"আমি এখন জিন্স টিশার্টেই থাকি,বাঁশি লুকিয়ে রাখি----"
"বলো কি চাও? তোমার প্রেমভক্তি তে আনন্দ পেয়েছি খুব "
আর চোখ তুলতে পারলাম না, বললাম, সমতা দিয়ে যান বিশ্ব জুড়ে। আর দারিদ্র্যতা দূর করুন প্রভুজি---
"মুখে স্মিত হাসি রেখে বললেন, অপারগ মাধুরি, পরে নাহয় একদিন বোলব---
ভালো থেক কিন্তু -------"


(আবার স্বপ্নে তাঁর সাথে দেখা হলে বোলব আপনাদের বাকিটা, কেমন!)