ভালোবাসা যদি শান্তি হত
সবাই ভালো বাসি বাসি বলে ভীড় জমাত
শান্তির সাগর তো পেত---


ভালোবাসা যদি শুধুই দুঃখের হত
প্রেমিক প্রেমিকা হাপুস নয়নে কাঁদত
এক সময় মেঘের দেশে চলে যেত---


ভালোবাসা যদি হাতিঘোড়া হত
বাচ্চারা কতই না খেলা খেলত
একদিন শেকলে বেঁধে ঘরে নিয়ে আসত---


ভালোবাসা যদি অমৃত হত
মানুষ সহ দেবতারাও পান করত
পরকীয়া কিন্তু ভুলে যেত-----


ভালোবাসা যদি ওয়েসিস হত
থর বিকান মরুভূমি বিলীন হয়ে যেত
মরুদেশীয়রা কত আনন্দই না পেত----


ভালোবাসা যদি সাক্ষাৎ স্বর্গ কোনদিন হত
দেবতাদের ডাকতে হত না বুক ফাটিয়ে
স্বর্গ মাটিতেই ধরা দিত----


এইমাত্র "তিনি" বলে গেলেন, "ভালোবাসা নদী হয়ে গেছে---"
ভেসে যাবো, জীবনে ভালোবাসা ছাড়া কি-ই বা আছে!!!  


( এটা এক রকম রূপক মিশ্রিত কৌতুক ফালতু কাব্য। মাঝে মাঝে চলমান বাস্তব থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে তাই)