সবুজে ছাওয়া দিগন্ত রেখার ঝিল ধারটি
যখন লালে লাল হয়ে আসে
উৎসুক থাকি ভালোবাসার আশে---


ভুলু যখন গলা ছেড়ে ঘেউঘেউ
রবে আমাকে কাছে ডাকে
ভালোবাসা টা নি:শ্চুপে বুকে ত্থাকে---


আম, জাম, শিমুল, লিচু গাছ গুলো
তপ্ত দহণে যখন দীর্ঘশ্বাস ছাড়ে
ভালোবাসা "আমার হৃদয়--"গান ধরে--


বড় টাবের জলে বুলবুলি, ফিঙে রা
এসে যখন আনন্দে স্নান করে গা ঝাড়ে
ভালোবাসা এসে স্মৃতির কথা পাড়ে---


সন্ধ্যাবেলায় যখন শাঁখ বাজিয়ে
ভজন কীর্তন গাই এক ধ্যানে মনে
ভালোবাসা কৃষ্ণ হয়ে ঢোকে যেন প্রাণে---


ভালোবাসার কত শত রূপ বাহার
তোমাকে কেমন করে বোঝাবো!
এসো, এক আকাশ ভালোবাসাই দেবো।