ভালোবাসা কারে কয়?
কারে কয় মন?
যতদুর জানি আমি বলি
ভাই শোন----
ভালোবাসা অকৃতজ্ঞতা
নষ্ঠামী বেঈমানী
ঝাঁটা জুতো খেয়ে যাবি
হবিনা অভিমানী।
ভালোবাসা বড় ধনী
কোটি কোটি টাকা
তা যদি না থাকে তোর
ভালোবাসা ফাঁকা।
ভালোবাসা পথে ঘাটে
নীমিলিত আলো তে
ভালোবাসায় বলাৎকার
খুন হয় শেষে তে।
ভালোবাসা কিনে নে না
রাস্তায় ঘোরে
"দেবদাস" হয়ে কেউ
নেশা করে মরে?
ভালোবাসা ছড়া কেটে
লিখে যদি যাই
এ লেখা শেষ হবেনা যে
জানিস তো ভাই!  
ভালোবাসা যাইহোক
আয় ভালোবাসি
লাগেনা কি সব ভালো!
তবু মুখে রাখি হাসি---


(ভালোবাসার ধারাপাত একটা সিরিজ কবিতা চলছে। সমাজের সব রকম চিত্রই একটু করে দেবার চেষ্টা করছি।যিনি মানুষ, তাঁর কাছে  ভালোবাসা এখনো মহান)