দিবস গেছে, রজনী গেছে
হয়ে গেছে কত ইতিহাস
মন বলে গেছে বারবার
ভালোবাস তুই ভালোবাস।


আঘাত আছে, পীড়ন আছে
আছে বুক ভরা কান্না সাগর
তবু আনন্দ, উৎফুল্লতা, হর্ষ
আঁখি মেলে দেখেছে ডাগর।


জয় আর পরাজয় একটা খেলা
হেরে যাওয়াই প্রতি পদে পদে
শূন্যতা আসে, বিষন্নতা জাগে
জীবন চলে মরীচিকার খাদে।


ভালোবাসা-বাসি শুধু যেন মোহ
চিরকালের চিরস্থায়ী তো কিছু নয়
তবু ইতিহাস গেয়ে গেছে পাথরে
প্রেম আর ভালোবাসারই জয়।