ভাঙা ডিঙি আজও আছে
নদীর ধারে পড়ে
তুমিও নাই,আমিও নাই
কচুরিপানা ঘোরে।
কলকলিয়ে জল বয়ে যায়
ডিঙির ধারে স্থির
ডিঙিটাও দুলে দুলে
বাড়ায় স্মৃতির ভিড়।
তুমি কোথায়! আমি হেথায়
মধ্যিখানে ফাঁকা
জীবন বড় এলোমেলো
মনও আঁকাবাঁকা।
জগত এক মিলন যজ্ঞ
মিলমিশ খুব কম
যাবার ঘন্টা বাজবে সবার
সাঙ্গ হলে দম।
আবার যদি দেখা হত
বাইতে ডিঙি তুমি
হারিয়ে যেতাম নিরুদ্দেশে
যেথায় কৃষ্ণ রাধারাণী।